ফিজিওক্র্যাট (Physiocrats) মতবাদের প্রবক্তা কারা? এই মতবাদের মূল কথা কী?

উত্তর :-

অষ্টাদশ শতকে ফ্রান্সে ফিজিওক্র্যাট (Physiocrats) নামে এক শ্রেণির অর্থনীতিবিদদের আবির্ভাব হয়। ফিজিওক্র্যাট কথাটির উদ্ভাবক ছিলেন নেমুর

প্রবক্তা :-

ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তা বা উদ্‌দ্গাতা হলেন ফাঁসোয়া কুয়েসনে (Quesnay, ১৬৯৪-১৭৭৪ খ্রিস্টাব্দ)। ইংল্যান্ডে এই মতবাদের প্রবক্তা ছিলেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ (Adam Smith, ১৭২৩-১৭৯০ খ্রিস্টাব্দ)। তিনি তাঁর ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations) গ্রন্থে অবাধ বাণিজ্য নীতির ধারণা ব্যক্ত করেন। ফরাসি অর্থনীতিবিদরা ছিলেন তাঁর ভাবশিষ্য।

ফিজিওক্র্যাট মতবাদের মূল কথা :-

১) ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ :

এই মতবাদে বলা হয় মানুষ নিজেই তার স্বার্থরক্ষার সবচেয়ে বড়ো বিচারক। মানুষের অর্থনৈতিক কাজে সরকারের নিয়ন্ত্রণ অন্যায় ।

এই মতবাদের মূল কথা অবাধ বাণিজ্য। এজন্য অভ্যন্তরীণ শুল্কনীতির বিরোধিতা এবং খোলাবাজার নীতিকে সমর্থন করা হয়।

৩) ভূমিকর প্রদান :

এই মতবাদে বলা হয়, জমি হল সমস্ত সম্পদের উৎস। তাই প্রত্যেক জমির মালিকের ভূমিকর দেওয়া উচিত। ফ্রান্সের যাজক, অভিজাত, বুর্জোয়া সকলকেই ভূমিকর দিতে হবে ।


ফ্রান্সের ইতিহাসে ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট কেন গুরুত্বপূর্ণ ? অথবা, ফ্রান্সে সামন্তপ্রথার (Feudalism) বিলোপ কবে ও কীভাবে হয় ?

উত্তর :-

ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে রাজা ষোড়শ লুই তৃতীয় সম্প্রদায় তথা জাতীয় সভার উপর সংবিধান রচনার দায়িত্ব অর্পণ করলে জাতীয় সভা সংবিধান সভায় (Constituent Assembly) রূপান্তরিত হয়। সংবিধান সভা সংবিধান রচনার কাজ শুরু করার পূর্বে দুটি উল্লেখযোগ্য কাজ করে। প্রথমটি ৪ আগস্টের ঘোষণা এবং দ্বিতীয়টি হল ২৬ আগস্টের ঘোষণা

৪ আগস্টের ঘোষণা :-

১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট জাতীয় সভার অধিবেশনে ফ্রান্সে সামন্তপ্রথার বিলোপ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সামন্তপ্রথার অবলুপ্তির ফলে ফ্রান্সে ভূমিদাস প্রথা, বেগার শ্রম বা করভি প্রথা, সামন্ত কর, ম্যানর কর, ধর্মকর, অভিজাতদের বিশেষ অধিকার যথা সরকারি চাকুরিতে অগ্রাধিকার, আইনের হাত থেকে অব্যাহতি, বৈষম্যমূলক কর, অন্তঃশুল্ক প্রথা প্রভৃতি লোপ পায়। ৪ আগস্টের ঘোষণা কার্যত ফ্রান্সে সামন্তপ্রথার মৃত্যুঘণ্টা বাজায়, ক্ষতিপূরণ সাপেক্ষে অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ফলে জমিদার ও গির্জার বাজেয়াপ্ত সম্পত্তি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

তবে ৪ আগস্টের ঘোষণা সম্পূর্ণ ত্রুটিমুক্ত ছিল না, ১৭৮৯ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর ঘোষণার দ্বারা সংবিধান সভা সেগুলি সংশোধন করে।


Note:- আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সে লিখে জানাবেন. ধন্যবাদ


*অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ

দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে
সেপ্টেম্বর হত্যাকান্ড কাকে বলে

Leave a comment