জিরন্ডিস্ট দল সম্পর্কে আলোচনা করো। Discuss the Girondist Group. Class 9 Chapter 1

অথবা, জিরন্ডিস্ট দল বলতে কী বোঝো । (Mark 2/4/5+3=8)

Notice :- নিচে এই নোটটির প্রত্যেটি পয়েন্ট আলোচনা করা হয়েছে , পরীক্ষায় যে অংশটুকু আসবে / যত নং এর আসবে কেবল সেই অংশটুকুর-ই উত্তর লিখবে, বাকি অংশটুকু লেখার কোনো প্রয়োজন নেই । 
জেকোবিন শাসন বা সন্ত্রাসের শাসন ব্যাখ্যা

জ্যাকোবিন দল সম্পর্কে আলোচনা করো – অন্য একটা আর্টিকালে বিস্তারে আলোচনা করা হয়েছে । দেখতে নিচে দেওয়া লিংক এ ক্লিক করুন ।


উত্তর :-

ভূমিকা :-

ফরাসি বিপ্লবকালে জাতীয় কনভেনশন বা আইন সভার প্রধান চারটি দলের মধ্যে বামপন্থীরা দুটি দলে বিভক্ত ছিল। এদের মধ্যে জিরোন্ডিস্ট দল ছিল অপেক্ষাকৃত নম্র। এই দলের নেতা ছিলেন পিয়রে ব্রিসো। তাই তাদের ব্রিসোটিন বা ব্রিসোপন্থী বলা হত। এই দলের অধিকাংশ সদস্য জিরন্ডি প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল বলে এরা জিরন্ডিন নামে পরিচিত হয়।

জিরন্ডিস্ট দল :-

১) উদ্ভব :

জিরন্ডিস্ট দলের উদ্ভবের পিছনে দুটি ঘটনা ছিল। যথা- কনভেনশন নিয়ন্ত্রণ এবং আদর্শবাদের প্রভাব।

কনভেনশন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ১৭৯২ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে গড়ে ওঠা জিরন্ডি প্রদেশের ফরাসি ডেপুটিদের গোষ্ঠী ছিল জিরন্ডিস্ট।

১৭৯২ খ্রিস্টাব্দে টুইলারিজ রাজপ্রাসাদ আক্রমণকে কেন্দ্র করে গড়ে ওঠা উগ্র রাজনৈতিক আদর্শবাদ ফ্রান্সে জিরন্ডিস্ট দলের উদ্ভবে সাহায্য করেছিল।

জিরন্ডিস্ট দলের নেতারা ছিলেন- ব্রিসো, জেরম পিটন, লিওনার্ড বুজো প্রমুখ।

৩) মতবাদ :

জিরন্ডিস্ট দল রাজতন্ত্র বিরোধী, ধারাবাহিকভাবে যে-কোনো রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণে অনিচ্ছুক এবং এরা অবাধ অর্থনীতি ও বিকেন্দ্রীভূত প্রজাতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিল। এরা যাজকদের সংবিধান কার্যকরী করা ও দেশত্যাগী অভিজাতদের শাস্তিদানের পক্ষপাতী ছিল।

জাতীয় কনভেনশনের সময়কালে জিরন্ডিস্টরা দক্ষিণপন্থী নামে পরিচিত ছিল এবং এরা রাজার মৃত্যুদণ্ডের পক্ষপাতী ছিল না।

উপসংহার :-

১৭৯৩ খ্রিস্টাব্দের মে-জুন মাসে জাতীয় কনভেনশনে জিরন্ডিস্টদের প্রাধান্য কমে যায়। কনভেনশন থেকে জ্যাকোবিনরা তাদের তাড়িয়ে দিলে এই দলের পতন ঘটে। কিন্তু বিপ্লবকালে গঠনমূলক চিন্তা ভাবনায় এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।


ফ্রান্সে জিরন্ডিস্ট-জ্যাকোবিন বিরোধের কারণগুলি লেখো। Write the causes of Girondist Jacobin conflict in France.

উত্তর :-

ভূমিকা :-

১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সফল করার ক্ষেত্রে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের দুই বামপন্থী সংগঠন জিরন্ডিস্ট ও জ্যাকোবিন মিলিতভাবে লড়াই করলেও সাফল্যলাভের সঙ্গে সঙ্গে জিরন্ডিস্ট ও জ্যাকোবিন দলের বিরোধের সূচনা হয়।

ফ্রান্সে জিরন্ডিস্ট-জ্যাকোবিন বিরোধের কারণগুলি লেখো

জিরন্ডিস্ট-জ্যাকোবিন দলের বিরোধের কারণসমূহ :-

১) দৃষ্টিভঙ্গিগত :

উভয় দলই রাজতন্ত্রবিরোধী ও প্রজাতন্ত্রের সমর্থক হলেও জিরন্ডিস্টরা ছিল নম্র কিন্তু জ্যাকোবিনরা ছিল উগ্র রাজতন্ত্র বিরোধী।

ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পাশাপাশি প্রজাতান্ত্রিক * সরকার প্রতিষ্ঠা করা জিরন্ডিস্টদের লক্ষ্য হলেও জ্যাকোবিনরা রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে পূর্ণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

৩) প্রশাসনগত :

জিরন্ডিস্টরা ফ্রান্সে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করার আগে বিদেশি আক্রমণ মোকাবিলা করতে চাইলেও জ্যাকোবিনরা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি বিদেশিদের মোকাবিলা করতে চেয়েছিল।

জিরন্ডিস্টরা মনে করত অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর হলে সন্ত্রাসের কোনো প্রয়োজন নেই কিন্তু জ্যাকোবিনরা সন্ত্রাসের প্রয়োজন আছে বলে মনে করত। তাই ফ্রান্সে রাজতন্ত্র উচ্ছেদের পর জ্যাকোবিন শাসন ছিল প্রকৃতপক্ষে রোবসপিয়রের নেতৃত্বে সন্ত্রাসের শাসন।

সম্পত্তির অধিকার ও আইনসভার সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল বুর্জোয়া শ্রেণির সমর্থক জিরন্ডিস্টরা। অপরদিকে রুশোর সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী জ্যাকোবিনরা শহরের সর্বহারা শ্রেণির সমর্থন লাভ করেছিল।

উপসংহার :-

জিরন্ডিস্ট ও জ্যাকোবিন দলের বিরোধের কারণে ফ্রান্সের রাজার মৃত্যুদণ্ড ও রাজতন্ত্রের পতনের পর জ্যাকোবিনরা প্যারিসের সর্বহারা সাঁ-কুলোৎদের সমর্থনে ন্যাশনাল কনভেনশনে ক্ষমতাসীন জিরন্ডিস্টদের হটিয়ে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন সেদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। রোবসপিয়রের নেতৃত্বে স্বৈরতান্ত্রিক শাসন প্রবর্তিত হয়।


জিরন্ডিস্ট দলের নেতারা কারা ছিলেন ?

উত্তর :- ব্রিসো, জেরম পিটন, লিওনার্ড বুজো প্রমুখ।

জ্যাকোবিন দলের কয়েকজন সদস্যের নাম ?

উত্তর :- ডুপো, বার্নেভ, প্রমুখ এই দলের প্রথমদিকের সদস্য ছিলেন। পরবর্তীকালে সেন্ট জাস্ত, দাঁতো, রোবসপিয়র প্রমুখ নেতৃত্ব দিয়েছিলেন।

‘জ্যাকোবিন’ কারা ছিলেন ?

উত্তর :- ফরাসি আইনসভার একটি রাজনৈতিক দলের নাম ছিল ‘জ্যাকোবিন’। হি এই দলের সদস্যরা ছিলেন উগ্র বামপন্থী মতবাদে বিশ্বাসী। প্রজাতন্ত্রের সমর্থক জ্যাকোবিনদের নেতা ছিলেন রোবসপিয়র। ফরাসি বিপ্লবের পরবর্তী সময় রোবসপিয়রের নেতৃত্বে জ্যাকোবিন দল ফ্রান্সের শাসন পরিচালনা করেছিল।

জিরন্ডিস্ট কাদের বলা হত ?

উত্তর :- ফ্রান্সের জিরন্ড প্রদেশ থেকে নির্বাচিত প্রতিনিধিরা জিরন্ডিস্ট নামে পরিচিত ।


Note:- আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে দেওয়া কমেন্ট বক্সে লিখে জানাবেন. ধন্যবাদ


*অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

সেপ্টেম্বর হত্যাকান্ড কাকে বলে
দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে

Leave a comment